শীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ আগস্ট ২০১৬
রূপচর্চায় গোলাপজলের ব্যবহার সর্বজন সমাদৃত। গোলাপজল ব্যবহারে আমরা আমাদের ত্বককে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত কেমিক্যাল থেকে রক্ষা করতে পারি। শরীরকে দুর্গন্ধমুক্ত রাখতে কিংবা ত্বকের সতেজতা ও বজায় রাখতে গোলাপজলের জুড়ি নেই। চলুন জেনে নিই এর কিছু ব্যবহার –
মুখের ব্রণের দাগ, ছোট ছোট কালো দাগ সহজে উঠতে চায় না। এক্ষেত্রে ধনেপাতা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার তাতে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে ত্বকের আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এতে দাগ দূর হয়ে যাবে। আপনি চাইলে গোলাপজলের এই প্যাকটা ফ্রিজে ১ সপ্তাহ সংরক্ষণ করতে পারেন।
গোলাপজল পরিষ্কারক হিসেবে কাজ করে। তাই নিজেকে সতেজ রাখতে বাইরে যাওয়ার আগে হাতের তালুতে ২-৩ ফোঁটা গোলাপজল নিয়ে তা ভালোভাবে মুখে লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে পাতলা সুতি কাপড় দিয়ে হাল্কা করে ঘষে পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। এতে আপনার ত্বক উজ্জ্বল দেখাবে। ফেইসওয়াশ ব্যবহার করতে হবেনা।
এক টেবিল চামচ মুলতান মাটির সাথে পরিমাণমতো গোলাপজল মিক্সড করে ফেইস প্যাক তৈরি করুন। এবার তা মুখে ও গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ফেসিয়াল টিস্যু দিয়ে ভালো করে তুলে ফেলুন। ঠাণ্ডা পানি দিয়ে চেহারা ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি প্রতিমাসে একবার করে লাগাতে পারেন। এতে লোমকেশের গোড়া পরিষ্কার থাকবে।
ঘামের দুর্গন্ধ নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন ঘুমানোর আগে ১ চা চামচ গোলাপজল তুলার সাহায্যে বগলের নিচে লাগিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে গোসল করার সময় বগলের নিচে ভালোভাবে পরিষ্কার করুন। প্রতিদিন ব্যবহারের ফলে আপনার ঘামের দুর্গন্ধ দূর হবে।