গুলশান ও শোলাকিয়ায় হামলার তদন্তে বিশেষ টিম

শীর্ষরিপো্র্ট ডটকম। ২০  জুলাই  ২০১৬

গুলশান ও শোলাকিয়ায় হামলার তদন্তে বিশেষ টিম

গুলশান ও শোলাকিয়ায় হামলার তদন্তে বিশেষ টিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছেন গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা তদন্তে সকল বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম করা হয়েছে । তিনি বলেন, ‘এই ঘটনাকে আমরা সহজভাবে নেয়নি। আমি এই ঘটনার তদন্তের জন্য একটা বিশেষ তদন্ত টিম করে দিয়েছি। প্রায় সকল বাহিনীকে নিয়ে এই বিশেষ টিম করা হয়েছে।’

মঙ্গলবার সংসদে গুলশান, শোলাকিয়া, সৌদি আরবের মদিনা, ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা এবং বিশ্বব্যাপী সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় নিন্দা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নিন্দা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, গুলশান ও শোকাকিয়ায় সন্ত্রাসী হামলার সূত্র ধরে এখন সারাদেশে অপারেশন চলছে।  ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। কিন্তু তাদের সঙ্গী আরও ছিল। ওই অঞ্চলের সমস্ত ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। আজকেও আমি কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছি। আমরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে আমরা অনেক তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

গুলশানের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আল্লাহু আকবর বলে মানুষ খুন করবে আর বেহেস্তের দরজা খুলে যাবে। আর সেখানে গিয়ে হুর-পরী পাবে। এই আশায় মানুষ খুন। তারা এদেশের বৃত্তশালীদের সন্তান। ইংরেজি মাধ্যমে লেখাপড়া শেখা। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা। তারা যদি ধর্মান্ধতায় ভোগে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না।’

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা কোথায় যায় কি করে দেখতে হবে। সন্তানদের সঙ্গে আরও ঘনিষ্ট হতে হবে।

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ঘটনার মূল উৎপাটন করা। এদের নিশ্চিহ্ন আমাদের করতে হবে। এরা কোথা থেকে মদদ পাচ্ছে। কোথা থেকে এদের অর্থ ও অস্ত্র আসছে। এদের পরামর্শ কারা দিচ্ছে। আমরা সব কিছু খুঁজে বের করার পদক্ষেপ নিচ্ছি।’

প্রধানমন্ত্রী এ সময়ে সকল সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, দলমত সকলকে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরেুদ্ধে উপজেলা ও জেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি করতে হবে।

 

 

 

Related posts