শীর্ষরিপো্র্ট ডটকম। ৫ আগস্ট ২০১৬
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের খোদ প্রেসিডেন্টের মেয়ে এখন রেস্তোরাঁ কর্মী! ব্যাপারটি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তা-ই।
হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৫ বছর বয়সী ছোট কন্যা সাশা কাজ করছেন ম্যাসাচুসেটস–এর মার্থা ভিনিয়ার্ডে সিফুড ভাজা আর মিল্কশেকের জন্য বিখ্যাত ন্যান্সি রেস্তোরাঁয়।
তবে সে সাধারণ একজন কর্মীর মতো কাজ করলেও তাকে সবসময় ঘিরে রয়েছে ৬ জন গুপ্তচর রক্ষী। তার সহকর্মীরা প্রথমে তাকে চিনতে পারেনি। সেখানে তার নাম ব্যবহার করা হয়েছে নাতাশা। তবে এই ছয় জন বহিরাগতের ব্যাপারে নাখোশ ছিল সাশার সহকর্মীরা। কিন্তু পরে যখন সহকর্মীর পরিচয় জেনে সবাই তো হতবাক। অবশ্য তার এই ‘চাকরি’ বেশি দীর্ঘ হচ্ছে না।
কিন্তু শাশার এই কাজের উদ্দেশ্যটা কী?
জীবনের ৮ বছরই কেটেছে হোয়াইট হাউসের কড়া নিরাপত্তায়। এ বছরটাই শেষ। তাই গ্রীষ্মের ছুটিতে নিজের মতো বাঁচতে চেয়েছিল। রাজি হয়ে যান প্রেসিডেন্ট। ম্যাসাচুসেটস–এর মার্থা ভিনিয়ার্ডে বাবার বন্ধুর এই রেস্তোরাঁয় কাজ নেন। প্রতি বছর ভিনিয়ার্ডে গ্রীষ্মের ছুটি কাটাতে এসে এখানেই খাওয়াদাওয়া করেন ওবামা পরিবার। এবারও আসবেন। তখনই সঙ্গে করে নিয়ে যাবেন ছোট মেয়েকে।
সূত্র: বোস্টন হ্যারাল্ড