এবার গ্রামীণ নম্বরের শুরু ‘০১৩’

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১ আগস্ট ২০১৬

এবার গ্রামীণ নম্বরের শুরু ‘০১৩’

এবার গ্রামীণ নম্বরের শুরু ‘০১৩’

গ্রামীণফোনে ০১৭ এর পাশাপাশি নতুন কোড নম্বর (নম্বর স্কিম) হিসেবে ০১৩ ব্যবহার হবে।

সম্প্রতি মোবাইল ফোন অপারেটরটির আবেদনের পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের নতুন এ কোড নম্বর (নম্বর স্কিম) বরাদ্দ দেয়।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন জানান, ‘আমরা নতুন নম্বর স্কিমের অনুমোদনপত্র পেয়েছি। শিগগিরই ০১৩ চালু করব।’

এর আগে ১০ কোটি নম্বরের জন্য ০১৭ নম্বর স্কিম বরাদ্দ পেয়েছিল প্রতিষ্ঠানটি।

আসছে নভেম্বরের মধ্যে গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত ১০ কোটি নম্বরের কোটা শেষ হয়ে যাবে।

 

 

 

 

 

Related posts