শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ জানুয়ারি ২০১৭
এটর্নি জেনারেল পদে মাহবুবে আলমের থাকা নিয়ে আনা একটি রিট পিটিশন আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
‘৬৭ বছর অতিক্রমের পরও কোন কর্তৃত্ববলে মাহবুবে আলম এটর্নি জেনারেল পদে বহাল আছেন ’ এ সম্পর্কিত রুল জারির আরজি জানিয়ে রিটটি করা হয়েছিলো।
আদেশে আদালত বলা হয়, আইন ও সাংবিধানিক বিধান অনুসারে তার এটর্নি জেনারেল পদে থাকতে বাধা নেই।
রিটের পক্ষে আবেদনকারী ড. ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন।