শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ মে ২০১৬
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজধানীর কিছু বিআরটিসি বাসে ফ্রি ওয়াইফাই সংযোগ দেয়া হয়েছিলো। এর ধারাবাহিকতা এবার বাংলাদেশ রেলওয়ে যোগ করেছে রেলভ্রমণকারীদের জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা।
দূরপাল্লার যাত্রীদের কথা বিবেচনায় রেখে সরকার ট্রেনে ওয়াইফাই এর ব্যবস্থা উদ্বোধন করল। সম্প্রতি যারা কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর ট্রেনে যাতায়াত করেছেন তাদের অনেকেই জানেন ট্রেনটি এখন ওয়াইফাই জোনের আওতাধীন।
আপনার স্মার্ট ফোন, ট্যাব অথবা লেপটপটিকে সহজেই ইন্টারনেটে সংযোগ করতে পারবেন। কারণ যাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই সংযোগটি সম্পূর্ণ খোলা রাখা হয়েছে। যাত্রা শুরুর পর থেকে যতোবার ইচ্ছা ইন্টারনেট সংযোগের মাধ্যমে কানেক্টেড থাকতে পারবেন।