উড়িষ্যায় বাস খাদে পড়ে নিহত ২১

শীর্ষরিপো্র্ট ডটকম । ৯  সেপ্টেম্বর   ২০১৬

উড়িষ্যায় বাস খাদে পড়ে নিহত ২১

উড়িষ্যায় বাস খাদে পড়ে নিহত ২১

ভারতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। উড়িষ্যার অঙ্গুল জেলার পুরুনা মনিত্রি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

বাসটি খাদে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো ছয়জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে ৫০ জন যাত্রী নিয়ে বাসটি বৌধ এলাকা থেকে আথমাল্লিকে যাচ্ছিল। কিন্তু বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

 

Related posts