শীর্ষরিপো্র্ট ডটকম। ১২ জুন ২০১৬
রাজধানীতে উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৪০৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল রোববার দিনব্যাপী বিশেষ অভিযানে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, উল্টোপথে গাড়ি চালানো ছাড়াও গাড়িতে কালোগ্লাস ব্যবহারের কারণে ৫টি, হাইড্রোলিক হর্ণের ব্যবহারের কারণে ৬৮টি এবয় হুটার ও বিকন লাইট ব্যবহারের কারণে একটি গাড়ি বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
রোববার ঢাকা শহরে মোটর যান আইনে মোট ১২৯০টি মামলা করা হয়েছে। এছাড়া অবৈধ ও লাইসেন্স না থাকায় ১২টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ।