শীর্ষরিপো্র্ট ডটকম। ৪ জুন ২০১৬
কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ভারতীয় ‘ঈদ ভিসা ক্যাম্প’। ঝামেলাহীন ই-টোকেন ছাড়াই ভিসা নিতে শুক্রবার (০৩ জুন) দিনগত মধ্যরাত থেকেই গুলশান বারিধারার রোডে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভিসা প্রত্যাশীরা।
শনিবার (০৪ জুন) সকাল ৮টায় ‘ঈদ ভিসা ক্যাম্প’র উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ সময় উপস্থিত থাকবেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন (আমেরিকান দূতাবাস সংলগ্ন) কার্যালয়ে এ বিশেষ ক্যাম্প চালু করা হচ্ছে।
ঈদ উপলক্ষে প্রথমবারের মতো বিশেষ এ ক্যাম্প চালু করছে ভারতীয় হাই কমিশন।
সংশ্লিষ্টরা বলছেন, ৪ জুন থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পের কার্যক্রম চলবে। তবে ১০ জুন বন্ধ থাকবে বিশেষ এ ক্যাম্প।
অনলাইনে ফরম পূরণ করে কোনো নির্ধারিত তারিখ ছাড়াই ঈদ ভিসা ক্যাম্প চলাকালে সহজে তা জমা দিতে পারবেন ভারত ভ্রমণে আগ্রহীরা।
এদিকে, ভিসা প্রত্যাশীরা শুক্রবার গভীর রাত থেকেই বাড়িধারায় আমেরিকান দূতাবাসের সড়কের মাথা থেকে বাঁশতলা দিয়ে শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কয়েকটি পৃথক লাইনে অপেক্ষা করছেন।
ভিসা প্রত্যাশী টিপু সাহেব জানান, ভোর তিনটার সময় এসেই ২০ জনের পেছনে দাঁড়াতে পেরেছি। ক্যাম্পে কেনো, অন্য সময়তো ভিসা সংগ্রহ করা যায় এমন প্রশ্নের জবাবে বলেন, অন্য সময় ই-টোকেন সংগ্রহ করতে দুই থেকে তিন হাজার টাকা দালালদের দিতে হয়। এখানে সেটা নেই। ফরম পূরণ করেই জমা দেওয়ার সুযোগ রয়েছে। তাই কষ্ট হলেও লাইনে অপেক্ষা করছি।
আরেক ভিসা প্রত্যাশী নার্গিস আক্তার বলেন, পয়সা কম তাই ঈদ ভিসা ক্যাম্পে আসছি। এখানে কোনো টোকেন নিতে হচ্ছে না।
এদিকে ক্যাম্পে প্রথম ২০০ জন ফরম পূরণকারীর জন্য থাকছে ৠাফেল ড্র। এতে বিজয়ীরা প্রত্যেকে পাবেন ঢাকা-দিল্লি, ঢাকা-মুম্বাই, ঢাকা-কলকাতা আসা-যাওয়ার দু’টি প্লেন টিকিট।