শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ সেপ্টেম্বর ২০১৬
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অর্থাৎ আট মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল কুদস প্রেস মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০১৫ সালের অক্টোবরে জেরুজালেমে মসজিুদল আকসাকে কেন্দ্র করে ইন্তিফাদা শুরুর পর থেকে এ পর্যন্ত এ নিয়ে ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের গুলিতে।
আল কুদস জানিয়েছে, চলতি বছর সর্বশেষ ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ১৬ বছরের যুবক ইসা তারায়রাহ। পশ্চিম তীরের আল-খলিল শহরের বানি নায়িম এলাকায় সেনাদের গুলিতে মঙ্গলবার ইসার মৃত্যু হয়। ইসাকে নিয়ে আল খলিল শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতের সংখ্যা ৭৭ এ দাঁড়ালো। কেবল মাত্র চলতি সপ্তাহতেই সেনাদের গুলিতে চার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
নিহত ২৪৮ ফিলিস্তিনির মধ্যে ৫৯ জনের বয়স ১৬ বছরের নিচে। এছাড়া গত বছরের ১১ অক্টোবর গাজায় বিমান হামলায় তিন বছরের এক শিশু এবং ৩০ অক্টোবর বেথেলহামের কাছে নিহত চারমাসের এক শিশুও নিহতদের এই তালিকার মধ্যে রয়েছে।