শীর্ষরিপো্র্ট ডটকম । ৫ সেপ্টেম্বর ২০১৬
সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ।
সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ অ্যাপসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।
‘আলাপন’ অ্যাপসটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপসের সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা নিজেদের মধ্যে ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স ও নানা যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প ব্যয়ে করতে পারবেন।
এ অ্যাপসের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে কথোপকথন এবং গোষ্ঠীগত আলাপ বা গ্রুপসেট করতে পারবেন। এছাড়া এই অ্যাপস ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকার কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।