আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে : ডেপুটি স্পিকার

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩  জুন  ২০১৬

আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে : ডেপুটি স্পিকার

আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে : ডেপুটি স্পিকার

বাজারে ফরমালিনযুক্ত আপেলের চেয়ে আমাদের বাড়ির পেয়ারা অনেক উপকারী। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। বাজারের বিদেশি ফল না খেয়ে দেশি ফলের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে হবে বলেছেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দৃষ্টি এ উৎসবের আয়োজন করে।

তিনি বলেন, দৃষ্টি যেভাবে মানুষকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তোলার কাজ করে সেভাবে আমাদের প্রত্যেককে এগিয়ে আসা দরকার।

সিএম কায়েস সামীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালিক, শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন ফল প্রদর্শন করা হয়। এছাড়াও পথ শিশুদের বিভিন্ন দেশীয় ফল খাওয়ানো হয়।

 

Related posts