শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ অক্টোবর ২০১৬
বহুল প্রতিক্ষীত বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
তবে আবহাওয়ার পূর্বভাস অনুযায়ী, আজ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আর ক্রিকেটাররা মাঠে নামার পর বৃষ্টি হলে ম্যাচটি পন্ড হয়ে যাবে। কারণ এই সিরিজের ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এদিকে আজ সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিকেল ও সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।