শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০ সেপ্টেম্বর ২০১৬
দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেলে শিরোপা নির্ধারণী ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল।
বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির চতুর্থ আসরে অংশ নিয়েছিল ৭টি দল। ওমান ও ভারতের সঙ্গে বাংলাদেশ ছিল ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে ছিল পাকিস্তান, হংকং, চীন ও চাইনিজ তাইপে।
এ’ গ্রুপ থেকে ভারত ও ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে বৃহস্পতিবার চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে রানার আপ হয়ে সেমিফাইনালে আসা ভারত চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে।
তাতে গ্রুপপর্বে হারিয়ে দেওয়া ভারতকে আরো একবার পেল বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিবেশী দেশটিকে আরো একবার হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে মুখিয়ে বাংলাদেশ দল।
আর সেটা যদি শেষ পর্যন্ত সম্ভব হয় তাহলে বাংলাদেশের হকিতে সৃষ্টি হবে এক নতুন ইতিহাস। সেই ইতিহাস গড়ার অপেক্ষায় গোটা হকি অঙ্গন।
বাংলাদেশ যেভাবে ফাইনালে :
গ্রুপপর্বের প্রথম ম্যাচ : বাংলাদেশ ৫ : ৪ ভারত।
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ : বাংলাদেশ ১০ : ০ ওমান
সেমিফাইনাল : বাংলাদেশ ৬ : ১ চাইনিজ তাইপে।
ভারত যেভাবে ফাইনালে :
গ্রুপপর্বের প্রথম ম্যাচ : ভারত ৪ : ৫ বাংলাদেশ
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ : ভারত ১১ : ০ ওমান
সেমিফাইনাল : ভারত ৩ : ১ পাকিস্তান।
ফাইনাল :
বাংলাদেশ-ভারত (বিকেল ৩টা)