আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৮ সেপ্টেম্বর ২০১৬

 

আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

প্রথম ম্যাচটি দারুণ দক্ষতায় জিতে নিয়েছে বাংলাদেশ।

আজ দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। আজকের ম্যাচটি জিতে গেলে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। পাশাপাশি বাংলাদেশ তুলে নিবে তাদের ওয়ানডে ইতিহাসের শততম জয়।

আবহাওয়ার পূর্বভাস অনুযায়ী বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার আজকের ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। এই সিরিজের প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৭১ থেকে ৮২ শতাংশের মধ্যে ওঠানামা করবে। আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫৫ শতাংশ। এ সময়ের মধ্যে কমপক্ষে ২ মিলিমিটার ও সর্বোচ্চ ৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

Related posts