আইন-কানুনের মধ্যে থেকে পরিবহন শ্রমিকরা কর্মসূচি দিতেই পারে : নৌমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬  জানুয়ারি  ২০১৭

আইন-কানুনের মধ্যে থেকে পরিবহন শ্রমিকরা কর্মসূচি দিতেই পারে : নৌমন্ত্রী

আইন-কানুনের মধ্যে থেকে পরিবহন শ্রমিকরা কর্মসূচি দিতেই পারে : নৌমন্ত্রী

পরিবহন শ্রমিকরা সংক্ষুব্ধ হয়ে যেকোনো কর্মসূচি দিতেই পারে। তবে আমরা আশা করি তারা যা করবে তা আইন-কানুনের মধ্যে থেকেই করবে। আইনের বাইরে যেন তারা কিছু না করে বলেছেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

রোববার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের নেতা ইসমত কাদির গামা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ পাঁচজনের মৃত্যুর দায়ে বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে।

বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির ডাকে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

উল্লেখ্য, নৌ-পরিবহনমন্ত্রী এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি।

এদিকে এই সংবাদ সম্মেলন থেকে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের এ আহ্বায়ক।

 

 

Related posts