শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ নভেম্বর ২০১৬
সিলেট আলিয়া মাদরাসা মাঠে আগামী ২৩ নভেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত করা হয়েছে। তবে ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকছে।
আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন হবে এ কারণে জনসভা স্থগিত করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
তবে কেন্দ্র থেকে জনসভার পরিবর্তে কর্মীসভা করার কথা বলা হলেও সিলেটের নেতারা এতে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, ২৩ নভেম্বর সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সেগুলো উদ্বোধন করবেন। তবে ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকবে।