সাংসদরা সরকারের উন্নয়নমূলক কাজের ভিডিও দেখবেন

শীর্ষরিপো্র্ট ডটকম। ১  জুন  ২০১৬

সাংসদরা সরকারের উন্নয়নমূলক কাজের ভিডিও দেখবেন

সাংসদরা সরকারের উন্নয়নমূলক কাজের ভিডিও দেখবেন

বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের তথ্যচিত্র নিয়ে বানানো একটি ভিডিও দেখবেন সংসদ সদস্যরা। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের আগে এই ভিডিও চিত্রটি দেখানো হবে। সাত মিনিটের ওই ভিডিও চিত্রটিতে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক এ এম মোতাহের হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। বাজেট পেশের ঠিক আগেই এ ভিডিও দেখানো হবে। ভিডিও চিত্র সংসদ কক্ষে দেখানোর ব্যবস্থা করতে অর্থ মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ (বুধবার) বিকেল ৫টায় শুরু হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি চলমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন। আর বর্তমান সরকারের তৃতীয় বাজেট অধিবেশন।

 

 

Related posts