শাস্তি পেলেন স্যামুয়েলস

শীর্ষরিপো্র্ট ডটকম।  ৪ এপ্রিল  ২০১৬

শাস্তি পেলেন স্যামুয়েলস

শাস্তি পেলেন স্যামুয়েলস

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের শিরোপা এনে দেন মারলন স্যামুয়েলস। ম্যাচ জয়ের পর তার উল্লাস ছিল দেখার মতো।

কিন্তু খেলা শেষে সংবাদ সম্মেলনে গিয়ে যা করলেন, তা হয়ত এ পর্যন্ত বিশ্বের কোনো ক্রিকেটারই করেননি।

তিনি প্যাড পরে সংবাদ সম্মেলনে গিয়ে টেবিলের উপর পা তুলে কথা বলতে থাকেন। আর এ ধরণের আচরণের জন্য তাকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্যামুয়েলস আইসিসির আচারণবিধি লঙ্ঘন করায় তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ, রোববার ফাইনাল ম্যাচের শেষ ওভারে বোলার বেন স্টোকসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই ব্যাটসম্যান।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

রোববার কলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই ক্যারিবীয় তারকা। ৬৬ বলে তার সংগ্রহ ছিল ৮৪ রান। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। অথচ ম্যাচ শেষে শাস্তিও পেলেন এই ম্যাচজয়ের নায়ক

 

 

Related posts