মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৯   ডিসেম্বর  ২০১৬

মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে

মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে

রাতের শেষ দিক থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও-কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় আচ্ছন্ন হতে পারে। শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত ঘূর্ণিঝড় ভারদাহ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ (শুক্রবার) একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

Related posts