শীর্ষরিপো্র্ট ডটকম। ৩০ জুন ২০১৬
এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

মাহতাবুর রহমান
এর আগে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মাহতাবুর রহমান দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আবুধাবির শেখ খলিফা বিন জায়িদ বাংলাদেশ ইসলামিয়া (প্রাইভেট) স্কুলের অন্যতম স্পন্সর। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে রয়েছে।
১৯৫৮ সালে সিলেটের বিয়ানীবাজার জেলার নাটেশ্বর গ্রামে জন্মগ্রহণকারী মাহতাবুর রহমান বাংলাদেশ সরকার কর্তৃক তিনবার (২০১২-১৩, ২০১৩-১৪ এবং ২০১৪-১৫) সিআইপি নির্বাচিত হন। তিনি ২০১৩ ও ১৪ সালে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেন।