ভুটানের রানি মানিকগঞ্জে ব্র্যাকের কার্যক্রম দেখলেন

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬   মার্চ  ২০১৬

ভুটানের রানি মানিকগঞ্জে ব্র্যাকের কার্যক্রম দেখলেন

ভুটানের রানি মানিকগঞ্জে ব্র্যাকের কার্যক্রম দেখলেন

চার দিনের সফরে আসা ভুটানের রানি মাতা তিসেরিং পেম ওয়াংচুক মানিকগঞ্জে বিসরকারি সংস্থা “ব্র্যাক”র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ে পৌঁছান ভুটানের রানি মাতাসহ তার সফরসঙ্গীরা। এ সময় তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান ব্র্যাক কর্মকর্তারা।

এরপর সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের উপর ২০ মিনিটের ডকুমেন্টরি উপস্থাপন করা হয়। পরে অতিথিরা ব্র্যাকের কাঠের তৈরি তৈজষপত্র, ব্লক প্রিন্টিং, এম্বয়ড্ররি, টেইলারিংসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় ভুটানের রাজকন্যা ও ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের ভাইস চেয়ারম্যান চিমি ইয়াংজোম ওয়াংচুক, ভুটানের রাষ্ট্রদূত মিস্টার পেমা ছোদেন, ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ড. মোস্তাক চৌধুরী, ইউথ ভেভেলপমেন্ট ফান্ডের নির্বাহী পরিচালক দরজি উম, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

 

Related posts