শীর্ষরিপো্র্ট ডটকম । ১ ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ সীমান্ত থেকে টহল উঠিয়ে নিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর প্রধান কে কে শর্মা বলেছেন, বিএসএফের টহল উঠিয়ে নিয়ে আগামী বছরের শেষ দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে স্মার্ট বেড়া চালু করা হবে।
কে কে শর্মা বলেছেন, সীমান্তে নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা। ওই পরিকল্পনার ফলে নিয়মিত সেনা টহল থেকে স্বয়ংক্রিয় স্মার্ট সিস্টেম চালু হবে। বিএসএফের নতুন এই ব্যবস্থা পাক সীমান্তেও চালু করা হবে বলে বিএসএফ জানিয়েছে।
বিএসএফ প্রধান বলেন, সীমান্ত বেড়া আধুনিকায়নের জন্য আমরা বেশ কিছু প্রচেষ্টা গ্রহণ করেছি। বিশটি বড় কোম্পানি সীমান্তে এই নতুন ব্যবস্থা চালুর জন্য কাজ করছে। আগামী বছরের শেষের দিকে এই স্মার্ট বেড়া চালু করা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে ইসরায়েলের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কে কে শর্মা। তিনি বলেন, এ বিষয়ে কয়েকটি পাইলট প্রকল্প ইতোমধ্যে চালু হয়েছে। এর মধ্যে জম্মুর দুটি ও পাঞ্জাব এবং গুজরাটের একটি করে জলাবদ্ধ এলাকায় এ প্রকল্পের কাজ শুরু হয়েেছে।
সূত্র : ডেইলি টাইমস, টাইমস অব ইন্ডিয়া।