বাংলাদেশের খেলোয়াড়রা কঠিন পরীক্ষার মুখে

শীর্ষরিপো্র্ট ডটকম। ৫ জুন ২০১৬

কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশের খেলোয়াড়রা

বাংলাদেশের খেলোয়াড়রা

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া কঠিন হয়ে গেল। জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেতে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে খেলোয়াড়দের। নির্বাচক প্যানেলের সঙ্গে নতুন করে যোগ হয়েছে নির্বাচক কমিটি। বিসিবি সভাপতি রোববার বিষয়টি জানিয়েছেন।
নিজ কার্যালয়ে বোর্ড সভাপতি বলেন, ‘খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি। জিনিসটা অনেকটা আগের মত থাকছে। সামান্য কিছু বিষয় যোগ করা হয়েছে। এখন নির্বাচক প্যানেল থাকছে একটা। এই নির্বাচক প্যানেলে থাকবেন তিন জন নির্বাচক। তাদের একজন প্রধান নির্বাচক থাকবেন। তারা নির্বাচন করবেন কারা জাতীয় দলে আসবে।’

তিনি যোগ করেন, ‘নতুন করে নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচক কমিটিকে যুক্ত করা হয়েছে। নির্বাচক প্যানেলের তিন নির্বাচকের সঙ্গে এখানে জাতীয় দলের কোচ ও ম্যানেজার থাকবেন।’

খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া কি রকম হবে সেই ব্যাখ্যাও দিয়েছেন বোর্ড সভাপতি, ‘সিরিজ শুরুর আগে প্রধান কোচ কোন ধরনের খেলোয়াড় দরকার সেটা জানাবেন। এক্ষেত্রে কোচের চাওয়াকে প্রধান্য দেওয়া হবে। ম্যানেজার অধিনায়ক, সহ-অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটারদের মতামত, চিন্তাধারা উপস্থাপন করবেন। ওই অনুযায়ী নির্বাচন প্যানেল খেলোয়াড় নির্বাচনের কাজ শুরু করবেন। নির্বাচন প্যানেলের দেওয়া দল নিয়ে নির্বাচন কমিটি বসবে। তারা সকলে মিলে স্কোয়াড চূড়ান্ত করে স্বাক্ষর দিয়ে আমার কাছে পাঠাবে। এছাড়া নির্বাচক কমিটির কনভেনর হিসেবে কাজ করবেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।

পুরো প্রক্রিয়াটিতে মোট ছয়জন সদস্য যুক্ত থাকবেন।

 

 

Related posts