প্রেসক্লাবে ফাহিম মুনয়েমের জানাজা সম্পন্ন

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩  জুন  ২০১৬

প্রেসক্লাবে ফাহিম মুনয়েমের জানাজা সম্পন্ন

প্রেসক্লাবে ফাহিম মুনয়েমের জানাজা সম্পন্ন

মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাবে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর সোয়া ৬টার দিকে গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ ফাহিম মুনয়েম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর।

সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম নিজেও সংবাদপত্রে কাজ করেছেন দীর্ঘদিন। সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করার পর তিনি ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন।

ডেইলি স্টারে থাকা অবস্থাতেই ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। ওই দায়িত্ব শেষে আবারো ফেরেন ডেইলি স্টারে।

২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় তিনি যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে। গত ছয় বছর তার নেতৃত্বেই সম্প্রচার চালিয়ে আসছিল টেলিভিশন চ্যানেলটি।

সহকর্মী সংবাদকর্মীদের অনেকের কাছে ফাহিম মুনয়েম ‘টিপু ভাই’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

 

Related posts