পল্লীবিদ্যুতের গাফলতি মাধবদীতে বিদ্যুৎ পিষ্টে পল্লীবিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৮মে  ২০১৭

বিদ্যুৎ পিষ্টে মৃত্ত্যু

বিদ্যুৎ পিষ্টেমৃত্ত্যু

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : চলন্ত বিদ্যুতের গাছ থেকে পল্লীবিদ্যুতের গ্রাহককে নতুন মিটার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান মজিবুর রহমানের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গত ২৭ মে শনিবার বিকেল সাড়ে ৫ টায় মাধবদী থানার কাঁঠালিয়া গ্রামে। জানা যায় লালমনিরহাট জেলার আদিত্যমাড়ি থানার পূর্ব ভেলা বাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে মজিবুর রহমান (২৯) মাধবদী¯’ নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কাঁঠালিয়া পল্লীবিদ্যুৎ সমিতি সাব-ষ্টেশনের লাইনম্যানের দায়িত্ব পালন করেতে গিয়ে ঘটনার দিন বিকেলে গ্রাহক কতৃক আবেদনকৃত নতুন মিটার সংযোগ দিতে গিয়ে সে গাছে বিদ্যুৎ থাকা অব¯’ায় খুটিতে উঠে সংযোগ দেয়ার চেস্টা করলে বিদ্যুৎ পিষ্ট হয়ে গাছ থেকে ছিটকে পড়ে। পরে আশপাশে থাকা লোকজন দৌড়ে এসে ¯’ানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনা¯’ল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরের দিন ২৮ মে রোববার লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ব্যাপারে মাধবদী থানার ওসি (তদন্ত) আবুল কালামের সাথে কথা বললে তিনি প্রতিবেদককে জানান আমারা ঘটনা¯’ল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছি। যেহেতু নিহত মজিবুরের বাড়ি এখানে নয় তাই তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে তারা এসে লাশ নিয়ে যাবে বলে জানিয়েছে। এব্যাপারে মাধবদী থানায় একটি ইউডি মামলা করা হয়েছে যার নং-০৩-১৭,তাং- ২৮/০৫/১৭ইং। ¯’ানীয় লোকজন জানায় এ ঘটনাটি ঘটেছে পল্লী বিদ্যুতের গাফলতির কারণে। একজন লাইনম্যান যখন বিদ্যুতের গাছে উঠে অবশ্যই সে কোন না কোন জরুরী কাজ করার জন্যই উঠে তখন অফিস থেকে অবশ্যই লাইনের সাটডাউন দেয়া উচিৎ ছিল। এটা তাদের গাফলতির কারণেই হয়েছে। এব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিৎ বলে মনে করছেন সচেতন মহল।

 

Related posts