কারিশমা-কারিনা-রণবীর, দেখুন তিন ভাইবোনের ছোট্টবেলার একটি বিরল ছবি

শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৫   জানুয়ারি  ২০১৭

কারিশমা-কারিনা-রণবীর, দেখুন তিন ভাইবোনের ছোট্টবেলার একটি বিরল ছবি

কারিশমা-কারিনা-রণবীর, দেখুন তিন ভাইবোনের ছোট্টবেলার একটি বিরল ছবি

সম্পর্কে তাঁরা চাচাতো ভাইবোন, তবে কাপুর পরিবার বলে কথা। এই পরিবারে সবকিছুই একটু ভিন্ন রকম, এমনকি ভালোবাসাটাও! আর তাই তো ছোট ভাই রণবীরকে এত বেশি ভালোবাসেন দুই বোন কারিনা ও কারিশমা।

অনেক আগেই বাবা-মায়ের ডিভোর্সের কারণে কাপুর ম্যানশন হতে বিচ্ছিন কারিনা-কারিশমা। তবে আত্মীয়তার সম্পর্ক থেকে নয়। আর সেটা কারিনার বিয়ের ছবি দেখে যে কেউ বুঝতে পারবেন।

৩ জনের মাঝে কারিশমা বয়সে সবচাইতে বড়, তারপর কারিনা ও সবার ছোট রণবীর। আচ্ছা, কেমন ছিলেন এই ৩ তারকা একদম ছোট্টবেলায়? এই ধরুন যখন একেবারে মা-বাবার কোলে চড়তেন? দেখতে চাইলে দেখে নিতে পারেন এই ছবিটি।

10425383_10152798617144123_2564647451335616168_nএই ছবিটি বিরল এই কারণে যে এটা কারিশমাম, কারিনা, রণবীরের সাথে আছে দাদা রাজ কাপুর। ৪ জনকে এভাবে একই সাথে একই ফ্রেমে খুব বেশি ছবিতে পাওয়া যায়। বুঝতেই পারছেন যে গোলাপি ফ্রকে মিষ্টি পরীটি হচ্ছে কারিশমা কাপুর। আর রাজ কাপুরের কোলে বামদিকের ছোট্ট মেয়েটি হচ্ছে কারিনা। এবং হ্যাঁ, ডানদিকের দুষ্টু দুষ্টু চেহারার ছেলেটা হচ্ছে আজকের সুপারস্টার রণবীর কাপুর।

আরেকটা মজার জিনিস লক্ষ্য করুন, ৩ ভাইবোনের চেহারার সাথে দাদার বেশ মিল আছে। নয় কি?

 

 

 

Related posts