আজ মুখোমুখি সাকিব-মাশরাফি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৫  নভেম্বর  ২০১৬

আজ মুখোমুখি সাকিব-মাশরাফি

আজ মুখোমুখি সাকিব-মাশরাফি

নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজ শনিবারই প্রথম মাঠে নেমে ম্যাচের স্বাদ নেয়ার সুযোগ পাচ্ছে মাশরাফি মতুর্জার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সাকিব আল হাসনের ঢাকা ডায়নামাইটস।

সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

দুই দলেই আছেন বিশ্ব মানের বেশ কয়েকজন পারফর্মার। যারা টি-২০ ক্রিকেটে বিশ্বজুড়ে ঝড় তুলতে বেশ সিদ্ধহস্ত।

কুমিল্লার আশার জাইদি, থিসারা পেরেরা, জেসন হোল্ডার, সোহেল তানভীর ব্যাট-বল দুটোতেই বেশ পটু। খালিদ লতিফ, শাহজাইব হাসানও টি-২০ ক্রিকেটে নিয়মিত পারফর্মার।

ইমাদ ওয়াসিম, রাশিদ খানও ঘুর্ণি আর বৈচিত্রের যাদুতে ব্যাটসম্যানকে বধ করতে দক্ষ। তবে শুধু বিদেশি ক্রিকেটারদের দিয়েই স্বপ্ন দেখছে না কুমিল্লা। দলের প্রাণভোমরা মাশরাফি, ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত খেলা ইমরুল কায়েস, উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে যেকোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে সক্ষম। অধিনায়কের সাথে আরেক অভিজ্ঞ পেসার শরিফ, তরুণ তুর্কি সাইফউদ্দিন, আর কুশলি বাঁহাতি স্পিনার নাবিল সামাদকে নিয়ে কুমিল্লার বোলিং বিভাগটাও প্রতিপক্ষের জন্যে চ্যালেঞ্জিং।

আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা প্রচুর, তাই দলে পেসারের আধিক্য থাকবে, অভিজ্ঞতা আর প্রাণশক্তির দিক দিয়ে কুমিল্লার অবস্থা চমৎকার।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আলা হাসান যে দলে আছেন, সেই দলের জন্যে এটাই বিশাল সুবিধা। বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সাকিব, কুমিল্লার বিপক্ষে সেই অভিজ্ঞতা খুব কাজে লাগবে।

কাগজে কলমে দুই দলের মধ্যে ব্যবধান খুব সুক্ষ্ম, অভিজ্ঞতা আর সঠিক সিদ্ধান্ত গ্রহণ ম্যাচে বেশ প্রভাব ফেলবে। সেক্ষেত্রে অভিজ্ঞতাটা হতে পারে মোক্ষম অস্ত্র। ঢাকা কোনো একজন বা দু’জনের ওপর নির্ভর করা দল নয়। সৈকত, নাসির, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দি শুভ, শহীদ, সানজামুল ইসলাম- সবাই অবদান রাখতে সক্ষম।

সাকিবের সাথে সৈকত, নাসিরের অন্তর্ভুক্তি দলের ভারসাম্যকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিদেশি কোটার ক্রিকেটার সাঙ্গাকারা, জয়াবর্ধনে, রাসেল, ডোয়াইন ব্রাভো, বোপারা, পারনেল প্রমুখ- এদের মধ্য থেকে চারজন বেছে নেয়া বেশ কঠিন। সবাই দুর্দান্ত পারফর্মার। সাঙ্গাকারা, জয়াবর্ধনে এই কন্ডিশনে অনেক ম্যাচ একাই বের করে নিয়ে এসেছেন। ব্রাভো, রাসেলও ব্যাট বা বল যেকোনোটা দিয়েই যেকোনো সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন।

মেঘলা আবহাওয়ায় ঢাকার কৌশল এবং দল নির্বাচন কেমন হয় সেটা খুব গুরত্বপূর্ণ। কারণ প্রতিপক্ষ কুমিল্লা দলেও আছেন বিশ্বমানের বেশ কয়েকজন পারফর্মার। ফলে কৌশলে খুলনা বিভাগের দুই মহাতারকার এই লড়াইয়ে কে কাকে টেক্কা দিয়ে ম্যাচ বের করে নিতে পারেন সেটা হবে দারুণ উপভোগ্য এক ম্যাচ। সবমিলিয়ে এবারের বিপিএল-এর এক আদর্শ বিজ্ঞাপন হতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচ। সেজন্য দর্শকেরাও চেয়ে থাকবেন প্রকৃতির দিকে। উদ্বোধনী দিনের মত বৃষ্টি এসে বাগড়া দিলে এমন টান টান উত্তেজনার ম্যাচ উপভোগের সুযোগ নষ্ট হয়ে যেতে পারে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:

দেশি ক্রিকেটার : মাশরাফি বিন মর্তুজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।

বিদেশি ক্রিকেটার : ইমাদ ওয়াসিম, আসার জাইদি, সোহেল তানভির, নুয়ান কুলাসেকারা, রশিদ খান, রোভম্যান পাওয়েল, থিসারা পেরেরা, খালেদ লতিফ, শাহজিব হাসান, জেসন হোল্ডার।

ঢাকা ডায়নামাইটস স্কোয়াড :

দেশি ক্রিকেটার : সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার।

বিদেশি ক্রিকেটার : কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েন পারনেল, ওসামা মীর।

 

 

Related posts