শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০ নভেম্বর ২০১৬

২৩৫ এএসপিকে পদোন্নতি
বাংলাদেশ পুলিশের ২৩৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির পক্ষে আদেশে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। এছাড়াও পদোন্নতিপ্রাপ্ত যে সব কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অথবা শিক্ষা ছুটিতে আছেন তারা কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর করা হবে।