শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ নভেম্বর ২০১৬
পুলিশের ২১১ জন উপ-পরিদর্শক (এসআই) পদোন্নতি পেয়েছেন। ইন্সপেক্টর (পরিদর্শক) হিসেবে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহা-পরিদর্শকের (সংস্থাপন) এক আদেশে এ পদোন্নতি ও বদলি করা হয়। একই সঙ্গে তাদের নতুন কর্মস্থলও নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়েবসাইটে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।