শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আগামী ২০ অক্টোবরের পর্যন্ত আলোকচিত্র জমা দেওয়া যাবে।
এবারের আলোকচিত্রের বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’। বিচারকমণ্ডলী প্রতিটি আলোকচিত্রই প্রতিযোগিতার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যতা, কারিগরি মেধা ও সুলিখিত ক্যাপশন যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার এবং ২০ হাজার টাকা, প্রাইজমানি ও সনদপত্র। এছাড়া বিশেষ মনোনয়প্রাপ্ত ২০ জন বিজয়ীর প্রত্যেকের জন্য রয়েছে ৩ হাজার টাকার প্রাইজবন্ড।
টিআইবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।