২০১৭ সালে চালু হবে ফোর-জি : প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  অক্টোবর  ২০১৬

২০১৭ সালে চালু হবে ফোর-জি : প্রধানমন্ত্রী

২০১৭ সালে চালু হবে ফোর-জি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে তথ্যপ্রযুক্তিখাতে অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে বলেছেন, দেশের সব জেলায় বর্তমানে থ্রি-জি চালু হয়েছে; ২০১৭ সালে ফোর-জি চালু করা হবে।

তিনি বলেন,  দেশে এখন ৬ কোটি ৪০ লাখ লোক ইন্টারনেট ব্যবহার করছে। আমরা আশা করছি মাত্র অল্প কিছুদিনের মধ্যে দেশের সব মানুষ ইন্টারনেট সুবিধা ভোগ করবে।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পরিচালক কবীর বিন আনোয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ।

ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটিতে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। যাতে করে কেউ ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ করতে না পারে। আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে। তাই আমরা সাইবার অ্যাক্ট-২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি।

তথ্যপ্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকার দিন দিন সফলতা আনছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ৪০ টি দেশে আমরা আইসিটি সফটওয়্যার রপ্তানি শুরু করেছি। দেশের ২০টি অঞ্চলে হাইটেক পার্ক গড়ে তুলছি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা পেতে এখন আর মানুষকে হয়রানি হতে হয় না। তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষ এখন দ্রুত সেবা পাচ্ছে, ঘুষ-বাণিজ্য হয় না।

তিনি বলেন, ই-টেন্ডারের কারণে এখন আর হাওয়া ভবনের মতো টেন্ডার বাণিজ্যের ঘটনা ঘটে না।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

‘ননস্টপ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘ডিজিটাল ওয়ার্ল্ড মেলা’ শুক্রবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

Related posts