শীর্ষরিপো্র্ট ডটকম । ১ ডিসেম্বর ২০১৬
২০১৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর এ তালিকা প্রকাশ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার তালিকাটি প্রকাশ করেছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ১০ দিন পড়েছে শুক্র ও শনিবার।
গত ২৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ তালিকা অনুমোদন দেওয়া হয়।
জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে।
সাধারণ ছুটির মধ্যে ছয়টি সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে আটদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছুটির মধ্যে চারটি সপ্তাহিক ছুটির দিন পড়েছে।
আগামী বছর ধর্মীয় কর্ম উপলক্ষে সরকারি কর্মচারীদের তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনের জন্য সেখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুদিন (২৯ চৈত্র ও ২ বৈশাখ) ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এরমধ্যে একদিন সাপ্তাহিক ছুটি রয়েছে।
আদেশে বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বা যে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।