শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ নভেম্বর ২০১৬
আগামী ১৩ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও যথারীতি দুই পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। ১৩ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
এছাড়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ইজতেমার বয়ান রেডিও ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
তুরাগ তীরে এই ইজতেমায় পবিত্র হজের পর সবচেয়ে বেশি মুসল্লি একত্রিত হন।
বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশ থেকে অর্ধকোটি মুসল্লি অংশগ্রহণ করেন। উভয় পর্বে সমাপনী দিন ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে ইজতেমা সম্পন্ন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আগত মুসল্লিদের সম্পর্কে তাবলিগ জামাত নেতাদের আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা সরবরাহ করতে হবে।