শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬ মে ২০১৬
রাজধানীর উত্তরায় বুধবার দুপুরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সিলেটের সন্তান মাহামুদ পারভেজ অপুর বিয়ে হয়। এরপর বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে মাহি-অপুর দুই পরিবারের আত্মীয় এবং সাংবাদিকদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়।
আর সেখানেই লাল শাড়ীতে নিজেকে জড়িয়ে মাথায় টিকলি, নাকে নোলক, হাতে চুড়ি দিয়ে বিয়ের পর বধূবেশে প্রকাশ্যে আসেন ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়িকা।
উল্লেখ্য, দুই পরিবারের সম্মতিতে অপু-মাহির বিয়ে হয়। মাহির স্বামী অপু যুক্তরাজ্য থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তামানে তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত।