শীর্ষরিপো্র্ট ডটকম। ৩ জুন ২০১৬

স্পিকার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন
জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন।
স্পিকার আগামী ১০ জুন চিকিৎসা শেষে ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।