সোমালিয়ার হোটেলে গাড়িবোমা হামলায় নিহত ১৬

শীর্ষরিপো্র্ট ডটকম। ২ জুন  ২০১৬

সোমালিয়ার হোটেলে গাড়িবোমা হামলায় নিহত ১৬

সোমালিয়ার হোটেলে গাড়িবোমা হামলায় নিহত ১৬

সোমালিয়ার রাজধানী মোগাদেসুর একটি হোটেলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৫ জন। খবর আল জাজিরার।

বুধবারের ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে আল শাবাব জঙ্গি গোষ্ঠী। নিহতদের মধ্যে দুই আইনপ্রণেতা ছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে।

নুর মোহাম্মদ নামে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আল শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় এ পর্যন্ত ১৬ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৫ জন।

হামলার কারণে ওই পাঁচতলা হোটেলটির ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় হতাহতদের খোঁজ নিতে হাসপাতাল এবং হোটেলেন সামনে স্বজনদের ভিড় জমাতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, কমপক্ষে তিনজন হামলাকারী ওই হামলার ঘটনায় যুক্ত ছিল।

 

Related posts