সুবর্ণা মুস্তাফা বিচারকের আসনে

শীর্ষরিপো্র্ট ডটকম । ১২   জানুয়ারি  ২০১৭

সুবর্ণা মুস্তাফা বিচারকের আসনে

সুবর্ণা মুস্তাফা বিচারকের আসনে

সুবর্ণা মুস্তাফা বিচারক হতেই পারেন! সেই যোগ্যতা তার আছে। তবে এবারের বিষয়টি একটু অন্যরকম। কারণ, কাজটি সংগীতের এবং সেটি বিশেষ একটি রাউন্ডের। যেখানে সুবর্ণা মুস্তাফার রায় অনেক গুরুত্বপূর্ণ।

চ্যানেল আই সূত্র জানিয়েছে, চলতি রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ আসরের ১ম অ্যালিমিনেশন রাউন্ড-এ অতিথি বিচারক হিসেবে হাজির থাকবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। যেখানে ডেঞ্জার জোনে থাকা ১০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষে ৬ জন যোগ দেবে এ পর্বে। সেফ জোনে থাকা ১২ জন প্রতিযোগী থেকে বিদায় নিতে হবে আরও চার প্রতিযোগীকে।

মোট ১৯ জন প্রতিযোগী নিয়ে শুরু হচ্ছে অ্যালিমিনেশন রাউন্ড। প্রতিযোগীরা হলো- সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্ণা, সৃজন, পাওয়েল ও জয়ী।

এবারের প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস আই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ডিয়ন অ্যালমন্ড চকলেট বার।

প্রচার হবে আগামীকাল সোমবার ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায়, চ্যানেল আই-এর পর্দায়।

 

Related posts