সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি নারীদের মিউজিক ভিডিও

শীর্ষরিপো্র্ট ডটকম । ৭   জানুয়ারি  ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি নারীদের মিউজিক ভিডিও

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি নারীদের মিউজিক ভিডিও

সৌদি নারীদের তৈরি মিউজিক ভিডিও হৈ চৈ ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাওয়াজেস নামের গানটি মাত্র এক মাসে দেখা হয়েছে ৩০ লাখেরও বেশি বার। সৌদি নারী পুরুষদের বৈষম্য তুলে ধরা হয়েছে মিউজিক ভিডিওটিতে।

সৌদি আরবে কড়া ইসলামি অনুশাসন অনুযায়ী, নারীদের বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, একা বাইরে যাওয়া, এবং গাড়ি চালাতে পুরুষের অনুমতি লাগে।

তাদের প্রতিবাদের ভাষা হিসেবে তৈরি হয়েছে মিউজিক ভিডিওটি।

“হওয়াজেস” মানে ‘উদ্বেগ বা দুশ্চিন্তা।

মিউজিক ভিডিওতে দেখা যায়, বোরকা পরিহিত সৌদি নারীরা গান গাইতে গাইতে নাচছে, খেলছে বাস্কেটবল, ঘুরছে স্কেটবোর্ডে।

গানটির একটি লাইনে হচ্ছে পুরুষদের হাত থেকে রেহাই চাই আমরা।

এর আগে, ২০১৩ সালে এক সৌদি কমেডিয়ানের ‘নো ওমেন, নো ড্রাইভ’ নামে একটি ভিডিও আপলোড করে সাড়া ফেলে দিয়েছিলেন। সৌদি আরবে নারীদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞার বিষয়টি হাস্যরসভাবে উপস্থাপন করা হয় ভিডিটিতে।

 

 

Related posts