শীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ অক্টোবর ২০১৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের পাতানো সার্চ কমিটি আমরা চাই না। এমন সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে আবার ও ‘রকিব মার্কা লোক আসবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলতায়নে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেনি তিনি।
আয়োজক সংগঠণের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর ররহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আল আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন প্রমুখ।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা ও সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতার দ্বারপ্রান্তে চলে এসেছেন। যার কারণে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা বারবার বলছেন বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না।
দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছে এই ফ্যাসিবাদী সরকার। পাশাপাশি তারা তাদের ক্ষমতাকে দীর্ঘ স্থায়ী করার জন্য জঙ্গিবাদ ইস্যুটাকে উসিলা হিসেবে ব্যবহার করছে।
সরকার বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, কথা শোনা যায় সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সাজা দিয়ে আরো একটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। একথা যদি সত্য হয়ে থাকে তাহলে সরকার বোকার স্বর্গে বাস করছে।