শীর্ষরিপো্র্ট ডটকম । ৬ নভেম্বর ২০১৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা ক্ষমতার জন্য আন্দোলন সংগ্রাম করছি না। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি। জনগণ আমাদের সাথে আছে। সরকার সমাবেশ করতে না দিলেও ঘরে বসে থাকবো না। আমরা কর্মসূচি দিবো এবং তা পালনও করবো। জয় আমাদের হবেই’।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মহিলা দলের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, সরকার জনগণকে ভয় পায় বলেই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ পালন করতে দিচ্ছে না।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। এ কমিশনের মেরুদণ্ড নেই। সরকারের নির্দেশ ছাড়া এ কমিশন কিছু করতে পারে না। রকিব উদ্দিন কমিশনের অধীনে যত নির্বাচন হয়েছে তার একটিও সুষ্ঠু হয়নি। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আওয়ামী লীগের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে হবে না। সকল দলের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। সৎ যোগ্য লোক ছাড়া নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যাবে। আর তাতে দেশে শান্তি ফিরে আসবে। যেখানে কোন সন্ত্রাস, দুর্নীতি থাকবে না।