সমবায়ীদের ৪২৫ কোটি টাকা ঋণের সুদ মওকুফ করেছে সরকার

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৫ অক্টোবর  ২০১৬

সমবায়ীদের ৪২৫ কোটি টাকা ঋণের সুদ মওকুফ করেছে সরকার

সমবায়ীদের ৪২৫ কোটি টাকা ঋণের সুদ মওকুফ করেছে সরকার

সরকার ১৩৫ কোটি টাকার কৃষিঋণের সুদসহ বিভিন্ন পর্যায়ের সমবায়ীদের ৪২৫ কোটি টাকা সুদ মওকুফ করেছে। এতে প্রায় ৫ লাখ সমবায়ী উপকৃত হয়েছেন।

সোমবার দিলকুশা সমবায় ফেডারেশন ভবনে বাংলাদেশ জাতীয় পল্লি উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করা হয়।

ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিআরডিবি’র মহাপরিচালক মো. আবদুল কাইয়ুম ও ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি গতিশীল ও দেড় কোটি কৃষক সমবায়ীর জীবনমান উন্নয়নে আবর্তক ঋণখাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ৪৭৭টি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) মিলনায়তনগুলো আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ হতে ইতোমধ্যে ইউসিসিএ’র কর্মচারীদের  বেতনভাতার শতকরা ৭০ ভাগ প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় পল্লি উন্নয়ন সমবায় ফেডারেশনের ১০ দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

 

Related posts