শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫ অক্টোবর ২০১৬
আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছে ছাত্রলীগ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০তম জাতীয় সম্মেলনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অকুণ্ঠ ভালোবাসায় আর ভোটের মাধ্যমে ৮ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পক্ষ থেকে সদ্য নির্বাচিত সভাপতি-সম্পাদককে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে সব সময় পাশে থেকে সাহায্য সহযোগিতা করবে। দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায়, ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।