সংসদীয় কমিটির সতর্কতা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৫ অক্টোবর  ২০১৬

সংসদীয় কমিটির সতর্কতা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণে

সংসদীয় কমিটির সতর্কতা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণে

চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে যেসব কর্মকর্তা ও কলাকুশলী বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সংশ্লিষ্টদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ না করারও সুপারিশ করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সুকুমার রঞ্জন ঘোষ অংশ নেন। এছাড়া তথ্য সচিব মরতুজা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর প্রডাক্টকে অগ্রাধিকার দেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার সুপারিশ করা হয়। এছাড়া বিএফডিসি প্রাঙ্গণ দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও সুপারিশ করে কমিটি।

 

Related posts