শনিবার চীনা প্রতিনিধি দলের সঙ্গে খালেদার বৈঠক

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১  অক্টোবর  ২০১৬

m_id_392037_khaleda_zia_-550x333চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেল সাড়ে ৪টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে চীনের ভাইস মিনিস্টার জিং জেয়াওচং এর নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির একটি প্রতিনিধি দল ও জিং জেয়াওচংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি অংশ নেবেন।

 

Related posts