শীর্ষরিপো্র্ট ডটকম। ৩ জুন ২০১৬
ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায় জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩০ গ্রাম হেরোইন, ১০ বোতল বিদেশি মদ ও ৪৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, গত বুধবার থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীর, রমনা, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।