শীর্ষরিপো্র্ট ডটকম। ১৫ মার্চ ২০১৬
রাজধানীর চকবাজারস্থ বকশিবাজারে পারিবারিক কলহের জের ধরে নাসিমা আক্তার (২১) নামে এক গৃহবধূ ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। তার স্বামীর নাম আলী হোসেন। তারা বকশিবাজার এলাকার অর্ফানেজ রোড করিম টাউয়ারস্থ বাসায় থাকতো।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বকশিবাজারস্থ নিজ বাসায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে স্বামী আলী হোসেন শিশু সন্তানকে স্কুল থেকে আনতে যায়। সন্তানকে নিয়ে বাসায় ফিরে দেখে শোবার ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন নাসিমা।
পরে আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর পৌনে ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত ক্যাম্প উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।