শীর্ষরিপো্র্ট ডটকম । ১০ ডিসেম্বর ২০১৬
রাখাইনে ত্রাণের অনুমোদন দিতে মিয়ানমারকে ১৪ দেশের চাপসেনাবাহিনী বাড়িঘর জ্বালিয়ে দেয়ার পর রাখাইনের রোহিঙ্গা গ্রাম
বিশ্বের ১৪টি দেশ রাখাইন রাজ্যের সহিংস এলাকায় মানবিক সাহায্য পাঠানোর অনুমোদন দিতে মিয়ানমারকে চাপ দিয়েছে।
অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইডেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক এক বিবৃতির মাধ্যমে শুক্রবার এ চাপ দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বন্ধু হিসেবে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির জন্য আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, শুধু মানবিকতার খাতিরে নয়, ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে ত্রাণ সহায়তার প্রয়োজন রয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদার সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে এক দ্বিপাক্ষিক আলোচনা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
বালিতে ডেমোক্রেটিক ফোরামের দুই দিনব্যাপী সমাবেশের এক ফাঁকে তারা ৪৫ মিনিটের এ বৈঠক করেন।