শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ নভেম্বর ২০১৬
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন পালন করেন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জুলফিকার আলী জুনু, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিমসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন বলেন, সরকারের যড়যন্ত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে সরকার।
এছাড়া অনতিবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।