শীর্ষরিপো্র্ট ডটকম। ৪ এপ্রিল ২০১৬
পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ফরেনসিক দল। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম, খতিবসহ ৬ জনকে সুত্রাপুর থানায় নেয়া হয়েছে।
এর আগে সোমবার সকালে মসজিদ থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের (২৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
সুত্রাপুর থানা পুলিশ জানায়, থানায় নিয়ে আসা ৬ জনকে আটক করা হয়নি। তবে তাদের কাছ থেকে নিহতের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মারুফ হোসেন সাংবাদিকদের জানান, ব্যক্তিগত দ্বন্দ্ব না কি ইসলামিক মতাদর্শ, কোন কারণে মুয়াজ্জিনকে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করা হচ্ছে।
এদিকে এই হত্যাকাণ্ডের পর মসজিদের গেটে র্যাব-পুলিশ অবস্থান করছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।